বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র আওতাধীন কৃষি (শস্য, মৎস্য ও প্রাণিসম্পদ) শুমারি ২০১৮ এর প্রস্তুতিমূলক কাজ "১ম জোনাল অপারেশন" ডিসেম্বর মাসে সফলভাবে সম্পন্ন হয়েছে। ২য় জোনাল অপারেশন কার্যক্রম ফেব্রুয়ারি মাসের ০৯ তারিখ (সম্বাব্য )শুরু হয়ে ২৪ তারিখ পর্যন্ত চলবে। পরিসংখ্যান আইন ২০১৩ অনুযায়ী জন শুমারি এবং অর্থনৈতিক শুমারির পাশাপাশি কৃষি (শস্য, মৎস ও প্রাণিসম্পদ) শুমারি পরিচালনা করার ব্যাপারে বাধ্যবাধকতা রয়েছে। তাই দেশে পঞ্চমবারের মত কৃষি (শস্য, মৎস ও প্রাণিসম্পদ) শুমারি ২০১৮ পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস